চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে দুই কেজি হেরোইন ও ৫ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রবিবার (৭ মে) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার রাত ১১টার দিকে কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির ব্যাটালিয়নের হাবিলদার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালান।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে ভারতে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বস্তা তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha