গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)তে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) বিকালে জিপিসি ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা মুক্ত সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা আইন বাঁধা বলে দাবি করেছেন। আলোচনায় সাংবাদিকদেরা বলেন, সরকার যদি মনে করে রাষ্ট্র পরিচালনার স্বার্থে এই আইন প্রয়োজন তাহলে আংশিক সংশোধন করে এমন ধারা যুক্তকরা হোক যে, গনমাধ্যম এই আইনের বাহিরে থাকবে। এমন পলিসি করলে সরকার এবং রাষ্টের প্রয়োজনে আইন যেমন ঠিক থাকবে অপরদিকে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা স্বাধীন থাকবে।
উক্ত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সভাপতি নিউ এইজ পত্রিকার সাংবাদিক মোঃ মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক, কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ অধিকারী, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাংবাদিক সাইফুর রশিদ চৌধুরী, (জিপিসি) ক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি নিশা আক্তার দীনা, জিপিসি ক্লাবের সদস্য সাংবাদিক কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাইম শাহ, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি রাতুল হাসান, সাংবাদিক বিল্লাল হোসেন, দৈনিক ভোরের বাণী পত্রিকার প্রতিনিধি ফয়জুল ইসলাম লিমন, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাহারুল হক (বাবলু) ডিজিটাল আইন বাতিলের দাবির পাশাপাশি সাংবাদিকদেরকে অনেক হিসাব করে পথ চলতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, অনেক হিসেব করে কলম চালাতে হবে, কারন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। একজন সাংবাদিকের কলমের ভূল লিখুনিতে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয়, আবার সঠিক লিখুনিতে সমাজে বিশৃংখলা ফিরে আসে। আমাদের জিপিসি ক্লাবের সাংবাদিকরা অপসাংবাদিকতার থেকে দূরে থাকবো। বিশ্বের কাছে রাষ্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবো। তিনি আরো বলেন, বর্তমানে গোপালগঞ্জ জেলায় অপসাংবাদিকতার দৈরত্ব বেড়ে গেছে। এই পেশার সম্মান অক্ষুন্ন রাখতে আমাদের এখনি সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha