আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৩০, ২০২৩, ৮:১৮ পি.এম
খোকসায় শান্তিপূর্ণ, সুষ্ঠু সুন্দর নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু সুন্দর নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত।
এ বছর উপজেলায় ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল১৪৪২জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১৪২৬ জন, অনুপস্থিত ছিল ১৬ জন।এর মধ্যে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩৮১ জন পরীক্ষার্থী মধ্যে ৩৭৮ জন পরীক্ষা দিয়েছে, অনুপস্থিত ৩ জন। ভোকেশনাল কেন্দ্রে ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছে ৪০৭ জন, অনুপস্থিত ৭ জন।
খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয় ৪৭২ জনের মধ্যে ৪৬৪ জন পরীক্ষা দিয়েছে, অনুপস্থিত ৮জন। আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২১৩ জনের মধ্যে পরীক্ষা দিয়েছে ২০৯ জন, অনুপস্থিত ছিলো ৪ জন।
সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সকল কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা বিষয়ক খোঁজখবর নেন। এছাড়াও সুষ্ঠু সুন্দর পরীক্ষা নিতে পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ইনভিজিলেটর টিম গঠন করা হয়।
ছবি:
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha