গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)তে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকালে জিপিসি ক্লাবের হলরুমে দোয়া ও মোনাজাত শেষে সূর্যাস্তের পর গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার গোপালগঞ্জ প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক, কবি সাহিত্যিক ও কলামিস্ট রবিন্দনাথ অধিকারী, দৈনিক খবর ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আহম্মদ আলী খাঁন, বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি শেখ মোস্তফা জামান উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সাধারণ আলোচনায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলু বলেন, সাংবাদিকদেরকে অনেক হিসাব করে পথ চলতে হবে ও কলম চালাতে হবে, কারন একজন সাংবাদিকের কলমের ভূল লিখুনিতে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয়, আবার সঠিক লিখুনিতে সমাজের বিশৃংখলা দূর হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় অপসাংবাদিকতার দৈরত্ব বেড়ে গেছে। এই পেশার সম্মান অক্ষুন্ন রাখতে আমাদের এখনি সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।