কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কোরআন শরীফ অবমাননার অভিযোগে ফাতেমা বেগম (৫০) নামের এক গৃবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ফাতেমা বেগম ছাটগোপালপুর গ্রামের আজগর আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফাতেমা দাম্পত্য কলহের জেরে কোরআন শরীফ অবমাননা করেছেন, এমন খবরে মঙ্গলবার সকালে স্থানীয়রা ফাতেমাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় স্থানীয় ওলামা পরিষদ ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নারীর বাড়ির পাশে বিক্ষোভ শুরু করে। তারা ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফতেমাকে আটক করে থানা হেফাজতে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) নওশাদ জানান, তিনি অভিযুক্ত নারীর সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে নাকি ওই নারী কোরআন শরীফের উপর পা দিয়ে বিভিন্ন কথা বলেছে। এ নিয়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha