আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৪, ২০২৩, ৮:১৩ পি.এম
চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২২ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
মঙ্গলবার( ৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করার আপরাধে জমির মালিক ওই ইউনিয়নের রামনগর পূর্বপাড়া গ্রামের আজিম হোসেন (৩০) কে ১০ হাজার টাকা ও এক্সেভেটরের চালক সিরাজগঞ্জ সদর উপজেলার জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় পৌর সদরের নতুন বাজার এলাকার হিরা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হেলাল উদ্দিনকে অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি খাবার বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন জানান, ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha