আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১, ২০২৩, ২:২১ পি.এম
কুমারখালিতে ডাকাতি ও লুটপাট, গৃহকর্তা ও গৃহকর্মীকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের আবদুর রহিম বাপুয়ার বাড়ীতে দূর্ধষ ডাকাতি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় সংঘবদ্ধ ডাকাতর গৃহকর্তা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্মীয় স্বজন প্রতিবেশীরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় শেখপাড়া গ্রামের আবদুর রহিম বাপুয়ার বাড়ীতে সংঘবদ্ধ ডাকাতরা হানা দেয়।
এসময় বাড়ীর কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা।পরে গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কুমারখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha