কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় আব্দুর রহিম শেখ (৬০) নামে ব্যাটারিচালিত পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম একই উপজেলার নওদা বহলবাড়িয়া এলাকার বাসিন্দা। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী মালবাহী একটি ট্রাক বহলবাড়িয়া এলাকায় একটি পাখিভ্যানকে চাপা দেয়।
|
এতে ঘটনাস্থলেই পাখিভ্যান চালক আব্দুর রহিম নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।