আজ বুধবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমেছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে নয়ন, চাপড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, বিএনপির কর্মী মো. জিন্না আলম ও সালমান এফ রহমান।
|
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তারা জামিন আবেদন করলে তা মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫