পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সারাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তির মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে উপজেলা হরিপুর ইউনিয়ন ধরইল গ্রামের স্বামী পরিত্যক্ত নারী নয়নতারা জানান, আমার স্বামী ৩ বছর আগে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার ২ মেয়ে ১ ছেলে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে খেতাম। থাকার কোন জায়গা ছিলো না। ভাইয়ের বাড়িতে ছাপড়া ঘরে খুব কষ্ট করে দিন পার করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মাথা গুজার ঠাই করে দিয়েছে। উপর আল্লাহর কাছে দুয়া তিনি দীর্ঘজীবী হোক।
উপজেলার মূলগ্রাম ইউনিয়ন সাইফুল ইসলাম জানান,আমার কোন বাড়িঘর ছিলো না। আমার ২ মেয়ে এক ছেলে, দুই মেয়েকে বিয়ে দিয়ে নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে থাকতাম, সরকারি ঘর পাওয়ার জন্য আমি আবেদন করছিলেম। ঘর পাইছি। নিজির মাথা গোজার ঠাই হইচে । দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আল্লাহ তাক মেলাদিন বাচায়ে রাকফি।
চাটমোহর উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেওয়া হয়।