কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর ব্যাংক একাউন্ট থেকে রোববার সকালে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উঠিয়ে বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়। সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা করেন। ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পিছন দিক থেকে একটি লাল রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এ সময় ফিল্মী কায়দায় টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায় ছিনতাইকারিরা। এতে বিকাশের ২ কর্মী গুরুত্বর আহত হয়।
বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ জানান, মোটর সাইকেলে করে তাঁরা একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পিছন দিক থেকে একটি পালসার মোটর সাইকেল তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এ সময় ঐ মোটর সাইকেলে থাকা তিনজনের দুইজন নেমে এসে আমাদের টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় বিকেল ৫ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি এলাকায় ছিনতাইকারীদের ৩ জনকে গ্রেফতার করা হয়, ১ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকারীরা হল নাগেশ্বরী উপজেলার মন্তিটারী দিঘীরপাড় এলাকার মৃত শষি মহোন বর্মন এর পুত্র শ্রী প্রসেনজিত বর্মন (২৭), একই উপজেলার বোয়ালের ডারা এলাকার মোঃ আজিজুল এর পুত্র খাদিমুল ইসলাম (২৭), ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাবারি এলাকার খলিলুর রহমান এর পুত্র মোন্নাফ আলী (২৫), এদের কাছ থেকে মোট ৭৬০০০০ (৭ লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করা হয়।
এ সময় অপর একজন উপজেলার গনাইরকুটি এলাকার হানিফ মন্ডলের পুত্র মোস্তফা (৩০) পালিয়ে যায়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান তিনজনকে গ্রেফতার করা হয়েছে একজন পলাতক আছে। মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha