আজকের তারিখ : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৮, ২০২৩, ২:২৯ পি.এম
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মহানগর বিএনপি’র কর্মসূচি অনুষ্ঠিত
বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,গণতন্ত্র পুনরুদ্ধার,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে ঘোষিত বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের কাঠপট্টিতে তাদের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া, ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শামাওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জনাব আযম খান,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি জনাব রাজীব হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচীতে নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha