আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৭, ২০২৩, ১০:৫১ এ.এম
মধুখালীতে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা ভাইকে আটক করেছে পুলিশ

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দী এলাকা থেকে ২য় শ্রেণীতে পড়ুয়া ইভা নামের ৯বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ ভাইসহ বাবাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আড়ুয়াকান্দী স্কুল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধা(১৩)।
স্থানীয়রা জানান, শিশুটি তার বাবার সাথে মাঝকান্দী ভাড়ার বাসায় থেকে আড়ুয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়াশোনা করেন। তারা আরও বলেন, প্রতিদিন রাত ১২ টার পরে শিশুটির ঘর থেকে তার কান্নার আওয়াজ শোনাযায়। আড়ুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, শিশুটি তার নিজমুখে স্বীকার করেছে যে তার সৎ ভাইসহ তার বাবা শিশুটির সাথে অসামাজিক কাজ করেন।
এবিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ফোন পেয়ে আমি নিজে এসেছি। এখন পর্যন্ত শিশুটির সাথে কথা বলতে পারিনি। তবে শিশুটির সাথে কথা বলে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha