আজকের তারিখ : এপ্রিল ৩০, ২০২৫, ২:৩৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৬, ২০২৩, ৫:০৭ পি.এম
শালিখায় গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

মাগুরা শালিখা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ২শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর গ্রামের মোঃআমিনুর শেখের বাড়ির সামনে থেকে রানা মোল্যা (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী কে ২শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে শালিখা থানা পুলিশ।
পুলিশ জানায় রানা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রশীদ মোল্যার ছেলে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃমোশাররফ হোসেন বলেন,মাগুরা জেলা সুযোগ্য পুলিশ সুপারের দিক নির্দেশনায় শালিখা থানা পুলিশের একটি টিম বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসাবে এস আই সাখাওয়াত হোসেন, এর নেতৃত্বে এএস আই মোঃ জসিম উদ্দিনসহ সঙ্গী ও ফোর্স নিয়ে রামপুর গ্রাম থেকে ২শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করতো। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha