আজকের তারিখ : জানুয়ারী ১৯, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৫, ২০২৩, ৭:৩৩ পি.এম
নড়াইলে গাঁজা ও চোরাই মোটর উদ্ধার সহ পুলিশের অভিযানে গ্রেপ্তার-৭
গাঁজাসহ ইমদাদ খন্দকার(২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। আজ ১৫ মার্চ (বুধবার) দুপুরে তার নিজ গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। সে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত হেকমত খন্দকারের ছেলে।
অপরদিকে, মোটর চুরির দায়ে মোঃ আলমগীর (১৯) কে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। ১৪ মার্চ অত্র থানার দক্ষিণ যোগানিয়া এলাকা থেকে চোরাই মোটরসহ তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার আলমগীর নড়াগাতি থানাধীন দক্ষিণ যোগানিয়া গ্রামের ফরিদ খানের ছেলে।
এছাড়াও নড়াইল জেলা পুলিশ মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সদর উপজেলার মানিক হোসেন(২২) ও মোঃ ইব্রাহিম(২৫), লোহাগড়া উপজেলার হেদায়েত শেখ(১৯), নড়াগাতি থানার ইমদাদুল জমাদ্দার(৩৫) ও নাজমা বেগম(২২) কে গ্রেপ্তার করেছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha