আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশকাল : মার্চ ১১, ২০২৩, ৪:৩৭ পি.এম
ফরিদপুরে নগরকান্দায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
ফরিদপুরে নগরকান্দা উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে নগরকান্দা উপজেলার সহকারী শিক্ষা অফিসার রূপা ঘোষের সভাপতিত্বে, শিক্ষা অধিদপ্তর কর্তৃক ফ্রিতে ৭৪টি ল্যাপটপ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাত আকবর লাবু চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিতে ল্যাপটপ বিতরণ করায় সকল শিক্ষক-শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে উন্নত শিক্ষা লাভ করতে পারবে বলে সভায় জানানো হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha