আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ১০:১৭ পি.এম || প্রকাশকাল : মার্চ ৫, ২০২৩, ৫:৫১ পি.এম
মাগুরা কাশিনাথপুরে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রবিবার ৫ মার্চ দুপুর ৩ টার সময় মাগুরা সদর উপজেলার পৌরসভার কাশিনাথপুর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর আয়োজনে বারি সরিষা-১৪ জাতের সরিষা ফসলের মাঠ দিবস করা হয়।
সরিষা মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল যশোর কৃষিবিদ মোঃ আবু হোসেন। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরা হাবিবা।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুজ্জামেল হক। বারি সরিষা-১৪ মাঠ দিবস অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পৌরসভার অত্র ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিকুঞ্জ কুমার মন্ডল। উক্ত সরিষা মাঠ দিবসে ১৫০ জন কৃষক সদস্য বৃন্দগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলো।
মাঠ দিবসে প্রধান অতিথি কৃষিবিদ আবু হোসেন কৃষকদের উদ্দেশ্য করে বলেন আপনারা বারি-১৪ সরিষার বীজ অন্তত ২ কেজি করে আগামী বছরের জন্য কাচের অথবা প্লাস্টিকের বোতলে সংগ্রহ করে রাখবেন।এ সময় কাশীনাথপুর গ্রামের কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আলী বিশ্বাস ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha