ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রোববার সকাল দশটায় শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গণে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে জাতীয় পতাকা, ক্রীড়া, শান্তি ও স্কাউটস পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, মশাল জ্বাালানোর মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্যের স্ত্রী সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তাহের, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha