আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৫:৩১ এ.এম || প্রকাশকাল : মার্চ ৪, ২০২৩, ১০:৩৫ এ.এম
নলছিটিতে ইট ভাটায় অভিযান ২০লাখ টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে এম.এম ব্রিক্সকে ২০লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার গৌরিপাশায় অবস্থিত এমএম ব্রিক্সে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়। এসময় এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিককে ২০লাখ টাকা জরিমানা অনাধায়ে ১(এক) বছর জেল প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন,পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম। তিনি বলেণ,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধিত ২০১৯) এর ৪ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। একই সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহাগ হাওলাদার জানান,এই ধরনের অভিযান আরও পরিচালনা করা উচিত । তারা কোন নিয়মকানুনের তোয়াক্কা করে না। ফসলি জমি কেটে ইট তৈরি করে আবার অনেকে কাঠ পুড়ে পরিবেশ দূষনও করে।
এ ব্যাপারে এমএম ব্রিক্সের মালিক আমিন হোসেন মানিক বলেন,আমাদের সকল কাগজপত্র সঠিক আছে। এখানে কোন অনিয়ম হইনি তারপরও ঠুনকো অজুহাতে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha