ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠর গ্রাম নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্থাপিত শহীদের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, কোরানখানি, র্যালি,গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের সদস্য সচিব আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল প্রমুখ।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তিনি ১৯৭১ সালের ৫সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha