আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৭:৪৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১:২৬ পি.এম
মাগুরা পৌরসভার ব্লকের গ্রামে চাষীদের বোতলে সরিষা বীজ সংরক্ষণের উদ্যোগ
তেল ফসলের আবাদ বৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ব্লকে আধুনিক পদ্ধতিতে উন্নতমানের সরিষা বীজ সংরক্ষণ করা হচ্ছে। সোমবার ২০ ফেব্রুয়ারী পৌরসভার কাশিনাথপুর, আবালপুর, পারলা, ডেফুলিয়া ও দেড়ুয়া সহ বিভিন্ন গ্রামে কৃষকদেরকে বোতলে বীজ সংরক্ষণ করার নতুন পদ্ধতিতে দেখা যায়। কৃষকদের এই সরিষা বীজ সংরক্ষণের সহোযোগিতা করছেন পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীকুঞ্জ কুমার মন্ডল।
এবিষয়ে নীকুঞ্জ কুমার জানান পৌরসভার ব্লকের প্রত্যেক চাষি আগামি বছরে উন্নত মানের সরিষা বীজ বপনের উদ্দেশ্য নতুন পদ্ধতিতে বারী সরিষা-১৪ জাতের বীজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তিনি প্রতি গ্রামের প্রতিনিধিত্ব কৃষকের মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিকের সয়াবিন তেলের বোতল, সরিষা তেলের বোতল, পেপসির বোতল, জুসের বোতল ও পানির বোতল সংগ্রহ করে পরিস্কার-পরিচ্ছন্ন করে উৎকৃষ্ট মানের সরিষার বীজ বোতলজাত করে সংরক্ষণ করছে।
কাশিনাথপুর গ্রামের চাষী সলেমান মোল্লা ও হোসেন আলী বিশ্বাস জানান আমাদের কাশিনাথপুর ব্লকের উপ সহকারী কৃষি অফিসার নীকুঞ্জ কুমার মন্ডল এই নতুন পদ্ধতিতে প্লাস্টিকের বোতলে সরিষা বীজ সংরক্ষণের আবিষ্কারের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এটা খুবই একটা ভালো পদ্ধতি।
ব্লক অফিসার নীকুঞ্জ কুমার বলেন প্লাস্টিকের বোতলে পরিস্কার পরিচ্ছন্ন ও ধূলাবালি বিহীন সরিষার বীজ সংরক্ষণ করতে হবে এবং মাঝে মধ্যে বীজের আর্দ্রতা সঠিক রাখার জন্য রোদে নেড়ে দিতে হবে তাহলে বীজ অনেক দিন সংরক্ষণ করা যাবে। মাগুরা পৌরসভার ব্লকের ১২০০ শত হেক্টর জমিতে চাসাবাদ করে ১ হাজার ৫৮৬ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে এবছর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha