চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়।
রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের থানায় নিয়ে আসা হয়। নাশকতা মামলায় আদালতের মাধ্যমে সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫