নড়াইলে সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় কলেজের আয়োজনে কলেজ মাঠ চত্ত্বরেঅধ্যক্ষ প্রফেসর শাহানার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পিঠা উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা জেলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি ডিসি পত্নি হোসনেআরা খানম রোজি,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, কলেজের শিক্ষক কর্মচারী ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নড়াইল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানার বেগম বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা গুলো ফিরিয়ে আনতে আমাদের এ চেষ্টা। এখানে আমাদের কলেজের মেয়েরা প্রায়ই ১৫০ প্রকারের পিঠা বানিয়ে প্রতিযোগিতার স্টলে উপস্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট মানুষ গড়তে চান। তারই ধারাবাহিকতায় আমাদের কলেজে পিঠা উৎসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করি এটা দেখে সকলে শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে
আমাদের কলেজের মেয়েরা নিজেদের স্মার্ট মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে।
জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান বলেন, ভিন্নধর্মী এ আয়োজন আমাদের মুগ্ধ করেছে। এখানে দেখলাম হারিয়ে যাওয়া পিঠাগুলো প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha