ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়াটিয়া সেজে এক দম্পতি কৌশলে বাড়িওয়ালার স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী শুক্রবার সন্ধ্যায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার পূর্ব কামারগ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী কবিরুজ্জামানের বাড়িতে গত ১০ ফেব্রুয়ারি থেকে ভাড়া থাকছেন দুই সন্তানসহ শহিদুল শেখ (৩২) দম্পতি। শহিদুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের তৈয়াব আলী শেখের ছেলে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী সরকারি কলেজের খেলার মাঠে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল।
সকাল ১১টার দিকে বাড়িওয়ালা কবিরুজ্জামানের স্ত্রী লিপি সুলতানা (৩০) ভাড়াটিয়া শহিদুল শেখের স্ত্রীকে নিয়ে সেখানে যান। আধাঘন্টা পরে শহিদুল শেখের স্ত্রী বাসায় ফিরে যান।
দুপুর ১২টার দিকে বাড়িওয়ালা কবিরুজ্জামানের স্ত্রী লিপি সুলতানা বাড়ি ফিরে দেখেন তার ফ্ল্যাটের দরজার দুটি তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন স্টিলের আলমারির তালা ভাঙা। ড্রয়ারের ভেতর রাখা নগদ ৪ লক্ষ টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণের গহনা নেই।
আশেপাশে আনেক খোঁজাখুঁজি করেও ভাড়াটয়া শহিদুল শেখ ও তার পরিবারের কোন সদস্যের খোঁজ মেলেনি বলে অভিযোগ। শহিদুল শেখের ভাড়া বাসা থেকে বোয়ালমারী ও গোপালগঞ্জের মুকসুদপুরের ঠিকানা সংবলিত দুটি এন,আই,ডি ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha