আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৭:৫৯ পি.এম
খোকসায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধ হারুন-অর-রশিদ প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর ফিরে পেলেন

কুষ্টিয়ার খোকসায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধ হারুন অর রশিদ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর ফিরে পেলেন। সোমবার বিকেলে উপজেলার সাতপাখিয়া সরকারি খাস জমিতে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর এর চাবি হারুন অর রশিদ হাতে বুঝিয়ে দেন এবং তাকে ঘরে তুলে দেন কুষ্টিয়ার স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফ-উজ-জামান।
এই সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান প্রমুখ। এই সময়ে আরো উপস্থিত ছিলেন হারুন অর রশিদের ছেলে, মেয়ে, জামাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ।ঘর বুঝে পেয়ে রশিদ ও তার আত্মীয়-স্বজন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য হারুন অর রশিদ ঘরটি স্ট্যাম্প এর মাধ্যমে মন্টু নামে এক ব্যক্তির কাছে হস্তান্ত করেছিলেন, সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পেরে ঘরটি উদ্ধার করে, পরে হারুন অর রশিদ তার ভুল স্বীকার করে প্রশাসনের নিকট ঘরের জন্য আবেদন করলে প্রশাসন অসহায় বৃদ্ধ হারুন অর রশিদকে ঘর ফিরিয়ে দেন।
পরে হারুন অর রশিদ সহ আশ্রম প্রকল্পের ১৪ টি ঘরে থাকা ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফ-উজ-জামান। বিকেলে স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফ-উজ-জামান শোমসপুর আশ্রম প্রকল্প পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় খোজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha