আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:৩১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৯, ২০২৩, ৪:৪৯ পি.এম
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত

ফরিদপুর শহরস্থ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের সামনে গত রবিবার রাত বারোটায় শিক্ষার্থীদের ওপর নেশাগ্রস্থ দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- অনুজিৎ দত্ত (২২), পার্থ অধিকারী (২১) ও মো. রাশেদুল (২৪)।
রাতে কলেজটির দুইজন শিক্ষার্থী খাবার খেতে কলেজ ক্যাম্পাস থেকে বের হলে দুজন দুর্বৃত্ত জানতে চান কেন কলেজ ক্যাম্পাস থেকে বের হয়েছেন, কার অনুমতি নিয়েছেন। এসময় তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় কলেজটির তিন শিক্ষার্থী আহত হন। পরে কলেজটির শিক্ষার্থীরা আজিজুল হক হামিম (১৭) নামে একজন দুর্বৃত্তকে আটক করে পুলিশে দেন।
কলেজের মেইনগেটের সামনে এক নেশাগ্রস্থ দুর্বৃত্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একজন শিক্ষার্থীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এতে ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওই দুর্বৃত্ত (আজিজুল হক হামিম-১৭) কে গণপিটুনি দেন। কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে ওই দুর্বৃত্তকে আটক করে থানায় নিয়ে যান।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ কলেজের দ্বিতীয় মেইনগেট ও মেইন রোডে পর্যাপ্ত আলো না থাকার কারণে অধিকাংশ সময় মাদকসেবীদের আনাগোনা ও অন্ধকার স্থানে মাদক গ্রহণ করতে দেখা যায়। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য যে, এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়েও ক্যাম্পাসের মধ্যে হুমকিতে আছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha