কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১টি একনলা শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার জামালপুর সীমান্তে ১৫৩/১-এস সীমান্ত পিলার হতে মাত্র ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল জামালপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিক বিহীন অবস্থায় ১টি একনলা শুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। পরে আজ সোমবার সকালে অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৪০৯।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha