ঘুন কুয়াশা ও কনকনে শীতে কষ্টের মধ্যে রয়েছে দরিদ্র পরিবারের লোকজন। আর শীতে কষ্ট পাওয়া দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রান্তিক জনকল্যাণ সংস্থা।
জানা যায়, গত সোমবার থেকে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন ইউপির শীতার্ত লোকজনের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ শুরু হয়েছে। সোমবার পাংশা উপজেলার কলিমহর ইউপিতে, মঙ্গলবার কসবামাজাইল ইউপি ও পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার খুলুমবাড়ী ও সারুটিয়া আদিবাসী পাড়া এবং গত বুধবার (৪ জানুয়ারী) পাংশা উপজেলার চরআফড়া গ্রামে দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
এ সময় প্রান্তিক জনকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি অধ্যাপক কাজী মিহাজুল আলম, সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মোঃ রুহুল কবীর, সংস্থার উপদেষ্টা ও কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ মোঃ ফজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন জানান, প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করছেন। তার সার্বিক দিক নির্দেশনা ও ব্যবস্থাপনায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রতিনিধিদল সরাসরি বিভিন্ন ইউপিতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha