কুষ্টিয়ার ভেড়ামারায় কাঁঠালপাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মন্টু আলী নামে ৫০ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হিড়িমদিয়ার জাপানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মন্টু উপজেলার খাড়াল্লা গ্রামের আসমত আলীর ছেলে। তিনি ঘাস ও কাঁঠালপাতা বিক্রি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিরিমদিয়া জাপানিপুল এলাকায় কাঁঠালপাতা পাড়তে যান মন্টু। খালের পাশে কাঁঠাল গাছে উঠে ডাল কাটলে বিদ্যুতের তারে পড়ে।
একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫