নড়াইল সদর উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আন্ত:ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ জানুয়ারী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলা ১৪টি কিশোর-কিশোরী ক্লাবের প্রায় একশত সদস্য দৌড়, বালিশ বদল, সঙ্গীত, আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান সাদিয়া ইসলামের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য ও পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha