আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৪, ২০২৩, ২:১৮ এ.এম
রাজমিস্ত্রি সালমান মৃধার পড়ালেখার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

রাজমিস্ত্রির কাজ করে জিপিএ ফাইভ পাওয়া অদম্য মেধাবী সালমান মৃধার লেখাপড়ার দায়িত্ব নিলেন ফরিদপুর জেলা প্রশাসক ।
আজ বুধবার সালমানকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার কৃতি সন্তান সালমান মৃধা (১৬)। অদম্য মেধাবী সালমান এবার ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সালমানের বাবা মো. বিল্লাল মৃধা (৫০) অন্যের জমিতে কাজ করে যা পান তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। সালমান অন্যের জমিতে কাজ করে, রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে সংসারের খরচ বহনের পাশাপাশি চালিয়ে গেছে পড়াশোনা।
সালমানের কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তার পাশে দাঁড়ান ফরিদপুর জেলার মানবিক প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। সালমান ও তার ছোট ভাইয়ের পড়ালেখার ব্যয়ভার বহনসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha