আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩০, ২০২২, ১০:৩৯ এ.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র তথা মানমন্দির নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে আজ সকাল ১১-৩০ মিনিটে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়ায় বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র তথা মানমন্দির নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন এ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি নুরুল্লাগঞ্জের ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর, ৫নং ওয়ার্ডের মেম্বার সারোয়ার মাতুব্বরসহ প্রায় শতাধিক জমি মালিক এবং গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে চলাকালে ভাঙ্গারদিয়া মৌজার জমির মালিকরা বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে দেয়া নোটিশে আমরা এই জমিতে বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণের কথা জানতে পারি এবং সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাই আমাদের যেনো জমির ন্যায্য ক্ষতিপূরণ যাতে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha