উলাশী সৃজনী সংঘ উই (WEE) প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে নিশ্চিত কারণের লক্ষ্যে ফরিদপুরে স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,(২৮ ডিসেম্বর) বুধবার সকালে সদর উপজেলা হল রুমে এ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, নারী ক্ষমতায়নের ধারণা গ্রহণ করলে এমন কার্য্যসূচি এবং নীতি বাস্তবায়নের ফলে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। নারী ক্ষমতায়ন একটি সমাজের উন্নতির জন্য প্রয়োজনীয় কারণ। নারীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ডে যথাযথ সুযোগ না পাওয়া। একজন নারীর অর্থনৈতিক মুক্তিই পারে নারীর অধিকার নিশ্চিত করতে। তিনি স্থানীয় পর্যায়ে নারীরা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন সুশাসন নিশ্চিত হবে না। সুশাসন নিশ্চিত না হলে দুর্নীতিও প্রতিরোধ করা সম্ভব হবে না বলে জানান।
সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মান্নান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহিদ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহির রায়হান প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাথী।
এসময় বিভিন্ন উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রতিষ্ঠিত নারীদের মাঝে চেক ও মোবাইল বিতরণ করা হয়।