ফরিদপুরেরে আলফাডাঙ্গায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিড়ম্বনার শিকার হয়েছেন কিছু ভোটার। বুধবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।
পৌরসবার ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে মোট ৪২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। পৌরসভা ও তিনটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটারগণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট প্রয়োগ করেছেন। এ সময়ের মধ্যে কোন কেন্দ্রেই কোন প্রকার গোলোযোগ বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
এবার আলফাডাঙ্গায় নির্বাচনে প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে অধিকাংশ ভোটাররাই খুশি। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটরদের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) না মেলায় ভোট দিতে না পারায় মনোক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা।
পৌরসভার ৭ নং ওয়ার্ডের অনিবার্ণ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে রানু বেগম বলেন, সকালে ভোট দিতে এসেছি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমার ফিঙ্গার না মেলায় এ বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার আলফাডাঙ্গা উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডা. ভবেন বাইন বলেন, ভোটার যাচাই করতে বয়স্ক মহিলা বা পুরুষদের হাতের ফিঙ্গার নিতে দেরি হচ্ছে তবে মিলে গেলে তারা ভোট দিতে পারবেন, আর না মিললে রিটার্নিং কর্মকর্তার সহোযোগিতায় তা সমাধান করা হবে।
আলফাডাঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৮শ ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ হাজার ৮শ ৮৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৯শ ৬৩ জন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিকেন্দ্রে দুই জন করে মোট ৮৪ জন পোলিং অফিসার রয়েছে, এবং প্রতিটি ভোট কক্ষে ১টি করে ৪২টি ইভিএম মেশিন রয়েছে বলে জানা গেছে।
এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১টি করে মোট ৯টি অতিরিক্ত ইভিএম মেশিন রয়েছে বলে জানান আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha