ফরিদপুরের সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে সদরপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা মোঃ আলতামাস বেনজীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আঃ মজিদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমির হোসেন, মাওলানা আবদুর রহমান।
শেষ পর্বে মহান স্বাধীনতার রূপকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের আত্মার মাকফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫