বিএনপি সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাবানয় গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপিকে রূখে দিতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে এই গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বেলা সাড়ে ১১টার পর পাবনার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা হাতে বাঁশের লাঠি সহ খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন।
পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সমাবেশে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, আমরা লক্ষ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও একাত্তরের ঘাতক চিহ্নিত জামায়াত তারা সবাই মিলে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের সমর্থন তাদের নাই। ২০১৪ সাল, ২০১৮ সাল তারা অনেক চেষ্টা করেছে, সফল হয় নাই। এখন তারা ভিন্ন পথে ভিন্ন কায়দায় সরকারের বিরুদ্ধে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা যাতে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণের পক্ষে আমরা প্রতিরোধ করবো।
জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, নৈরাজ্যের রাজনীতি আওয়ামীলীগ বিশ্বাস করে না। আওয়ামীলীগের জন্ম নৈরাজ্যের মধ্য দিয়ে নয়। গণতন্ত্রের মধ্যে দিয়ে জন্ম আওয়ামীলীগের। কোনোদিন বন্দুকের নলের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় আসেনি। নির্বাচনের মাধ্যমে যারা জিতবে তারাই ক্ষমতায় আসবে। খিচুরি, মুড়ি খাইয়ে, হাতে লাঠি নিয়ে এই সরকারকে নামিয়ে নতুন সরকার করবে সে স্বপ্ন তাদের পূরণ হবে না। পাবনায় কেউ সন্ত্রাস নৈরাজ্য করে তাদের আইনের মাধ্যমে আমরা তাদের মোকাবেলা করবো।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, কামিল হোসেন সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha