আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে পাবনায় নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল দশটায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুন্নাহার জলি, সাধারণ সম্পাদক কামরুল নাহার জোসনাসহ অনেকে।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ মূল চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো আহবান জানান।
এদিন সকাল ১১টায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি র্যালী প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি পাবনা কলেজের সহযোগী অধ্যাপক কে এম মাহফুজুল হক, রোটারিয়ান এম এ জলিল, আটঘরিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সকল শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha