আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৮, ২০২২, ৬:১৪ পি.এম
নগরকান্দায় বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নেওয়া রানা পাস করেছে

ফরিদপুরের নগরকান্দায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. রানা শেখ (১৫) পাস করেছে। এসএসসি পরীক্ষায় এ মাইনস পেয়ে কৃতকার্য হয়েছে।
সে আজ সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রানার ভাই হৃদয় এ তথ্য নিশ্চিত করেন। রানা শেখ নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের প্রায়ত মজিবর শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রানা ছোট। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
রানার ভাই হৃদয় শেখ বলেন, আমার বাবা মজিবর শেখ ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। এরপর গত ২৫ সেপ্টম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মারা যান। তখন বাবার লাশ বাড়িতে রেখেই নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয় রানা। পরীক্ষা দিয়ে এসে বাবার জানাজায় অংশ নেয়।
হৃদয় শেখ আরো বলেন, অভাবের কারণে আমি বেশি পড়াশোনা করতে পারেননি। আমার ভাই রানা নিজের ইচ্ছাশক্তির জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাবার মৃত্যুতে ভবিষ্যতে কীভাবে দিন যাবে চিন্তায় ছিল আমার পরিবার। তবে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়ে রানা যে পাস করেছে, এতেই আমরা সন্তোষ্ট। ফলাফল প্রকাশের পর পরিবারের সবাইও খুশি হয়েছে। বাবা বেঁচে থাকলে সেও খুশি হতো। রানার লেখাপড়া চালিয়ে নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু বলেন, শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে রানা পাস করেছে। তার জন্য শুভ কামনা রইলো। পাশাপাশি আমাদের পক্ষ থেকে রানার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তার পরিবারকে সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha