ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদার আকবর লাবু চৌধুরীকে সংবর্ধনা উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সরকারি এম এন একাডেমী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর বিকালে নগরকান্দা সদরে অবস্থিত সরকারি এম এন একাডেমী মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ সভাপতি খন্দকার জাকির হোসেন নিলু, আওয়ামী লীগ নেতা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মস্তোফা হোসেন খান, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ সরকার, চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাত আলী মুন্সী, সাধারণ সম্পাদক জিন্নাহ সরদার, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবীবুর রহমান ইলাহী, সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এসয় বক্তারা আগামী ৩০ নভেম্বর এ আসনের নবাগত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে আহব্বান জানান। পরে নেতৃবৃন্দরা সংবর্ধনা সভার মাঠে মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসনটি শুন্য হয়। গত ৫ নভেম্বর উপনির্বাচনে সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha