আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ১০:০২ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২১, ২০২২, ১:৩৮ পি.এম
ফরিদপুরে কবুতরের হাট খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা
ফরিদপুরের কবুতরের হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার । শহরের লক্ষ্মীপুরে রেল স্টেশনে এই হাট বসে । এই দুইদিন সকাল ৯ টা থেকে শুরু হয় বেচাকেনা। চলে প্রায় তিনটা পর্যন্ত। তবে ইদানিং বেচাকেনায় মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।
এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে, কবুতরের হাটে কবুতর ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পাখি। তবে সংখ্যাটা অনেক কম গত কয়েক মাস আগে যেখানে পাখি বেচাকেনা হতো প্রতিদিন তিন থেকে চার শত জোড়া বর্তমানে তা কমে দাঁড়িয়েছে এক দেড় শত জোড়া।
এ ব্যাপারে এখানে আগত ব্যবসায়ীরা জানান জানান হঠাৎ করে কবুতরের খাদ্য দ্রব্যের দাম বেড়ে গেছে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্তমানে ১ কেজি গম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। মাসখানেক আগে তা বিক্রি হতো ৪০ থেকে ৫০ মধ্যে শুধু গম ই নয় প্রত্যেকটা খাবারের দাম বেড়ে গেছে ।
দাম বাড়তির কারণে তাদের কবুতর পালন করা এবং বিক্রি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু মাত্র কবুতরের খাবার নয় পাখি বিক্রেতারাও একই কথা বললেন। বিক্রেতারা আরো জানান , অন্যান্য বার থেকে এ বছর অনেক বেশি পরিমাণ কবুতর উৎপন্ন হলেও কাঙ্খিত দাম না পাওয়ার কারণে তারা খুব একটা সুবিধা করতে পারছেন না।
যে কারণে ক্রেতারা যে দাম বলছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না। তারা এ ব্যাপারে খাদ্যদ্রব্য কমানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ করা যেতে পারে শহরে রেল স্টেশনে সপ্তাহে দুদিন কবুতরের হাট বসে এতে অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা মাসখানেক আগে যে পরিমাণ কবুতর পাখি খরগোশ ইত্যাদি বিক্রি করতে পারতেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তার অর্ধেকও হচ্ছে না বলে ব্যবসায়ীরা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha