আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২২, ২:৫২ পি.এম
ভিক্ষাবৃত্তি না করতে ৫লক্ষ টাকার উপকরন পেল নড়াইলের ২৩ জন ভিক্ষুক

নড়াইলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির মাঝে উপকরন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার নড়াইল সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
২৩ জনের মাঝে গরু, ছাগল, মুদিমালামাল, ফ্রিজনগদ অর্থসহ মোট ৫লক্ষ টাকার উপকরন ও অর্থ বিতরণ করা হয়। এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, বাঁশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, সরকারি কর্মকর্তাসহ উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,মাননীয় প্রধান মন্ত্রী ভিক্ষাবৃত্তি না করাতে নানামুখি উদ্যোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে এ অনুদান দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha