আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৩, ২০২২, ৮:১২ পি.এম
বোয়ালমারীতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হলেন সিফাত হোসেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ স্বাক্ষরিত ৮৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে শনিবার (১২ নভেম্বর)।
পূর্ণাঙ্গ কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্র রাজনীতিতে নিবেদিতপ্রাণ মেধাবী ছাত্র মো. সিফাত হোসেন। তিনি স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটনের ছেলে। সিফাত রাজনৈতিক পরিবারের সন্তান।
কমিটিতে ১২ জন সহ সভাপতি, ৭ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছে।
সহ সভাপতিরা হলেন- মো. মুরছালিন, আশিকুল ইসলাম আশিক, বিল্লার মোল্যা, আরিফুর রহমান রনি, ওলিয়ার রহমান, মুকুল মোল্যা, বিল্লাল মৃধা, জাহাঙ্গীর মাতবর, তুরান মাহমুদ সাদ্দাম, সজীব মোল্যা, দারুস ইসলাম রাজন ও মলয় ভট্টাচার্য।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- আলম হোসাইন আলিফ, রাকিব আহম্মেদ রনি, শুভ্রা কুন্ডু, হাসিবুল ইসলাম, সিফাত হোসেন, কাজী রিফাত ও মেহেদি হাসান ইমন।
সাতজন সাংগঠনিক সম্পাদক হলেন- সাব্বির আহমেদ প্রিন্স, শাকিল আহম্মেদ শুভ, মুবিনুর রহমান কৌশিক, শুভ্রদেব কুমার, রিফাতুল ইসলাম জনি, শাওন খান ও আল আমিন অন্তর।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha