কুষ্টিয়ার মিরপুর পৌরসভার একটি সড়কের পাশের ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ নভেম্বর) সকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি রাশেদ হাসান জানান, সকাল সাড়ে ১১টার দিকে ধান ক্ষেতে ব্যাগে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ওসি জানান।
|
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫