আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১০, ২০২২, ৫:২১ পি.এম
নলছিটিতে ডাইসুর চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১০নভেম্বর) সকালে নিজ বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে গোদন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ডাইসু গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়।
নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গোদন্ডা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা। এসময় পেছন থেকে একটি ডাইসু গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মু. আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাইসু গাড়িটি আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha