কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় আনুষ্ঠানিক ভাবে উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/ ২০২২-২৩ মৌসুমে আওতায় প্রনোদনা কর্মসূচির আওতায় ভেড়ামারা উপজেলায় (৩২০০) তিন হাজার দুই শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম,ভুট্টা, সরিষা সূর্যমুখী চীনা বাদাম,শীতকালীন পেয়াজ, মসুর খেসারি মুখ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি।
|
প্রধান অতিথি আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং ১ ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আগামীতে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা ও বৈদেশিক নির্ভরশীলতা কমানোর উদ্যোগে বিতরণকৃত প্রণোদনা কার্যক্রম আশা করি শতভাগ সফলতা অর্জন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha