আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১০, ২০২২, ৩:৩১ পি.এম
বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের মাঝে 'সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসেনের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ১০টি সিডার, ৯টি রিপার, ৩টি পাওয়ার থ্রেসার, ৫টি মেইজ শেলার, ৫টি বেড প্লান্টার, ৩টি রাইস ট্রান্সপ্লান্টার, ৪টি পাওয়ার স্প্রেয়ার এবং ৭টি পটেটো ডিগার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে।
বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্র বিতরণ করছে। তিনি আরো বলেন, এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha