আজকের তারিখ : এপ্রিল ২৬, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২২, ৭:২০ পি.এম
মাগুরায় কৃষকলীগ নেতার জমি দখলের পায়তারা

মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রামে কৃষকলীগ নেতা মোঃ নজরুল ইসলাম মন্ডলের জমি দখলের পায়তারা করছেন লাল মাহমুদ মন্ডল। বাদী নজরুল ইসলাম জানান, আমার ৬টি দলিলের সম্পত্তি সবগুলো আমার দখলে।
লালমাহমুদ মন্ডল ষড়যন্ত্র করে বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মামলা মোকর্দ্দমা করে এসপি মহোদয় ওসির কাছে অভিযোগ দিয়েছে। কোন অভিযোগেই সে ফাসাতে পারেনি বরং জাল জালিয়াতির জন্য সে নিজেই ঠকেছে। এমনকি এব্যাপারে কোর্টে মুছলেকা দেওয়া আছে ৩৮ নং, তারিখ ২২/১/২০১৭ ।
সম্পতির বিবরনে দেখা যায়, আফজাল হোসেন মন্ডলের কাছ থেকে জয়নাল আবেদীন মন্ডল জমি হস্তাতন্তর করেন দলিল নং ১৯২২, তারিখ ১১/০২/১৯৭৪। তার থেকে সুর্যভান বিবি দলিল নং ১৩৮৩ রেজিষ্ট্রি তারিখ ৫/২/১৯৮১ সাল। তার থেকে বাদী নজরুল ইসলাম দলিল নং ২৪৩৬ রেজিষ্ট্রি তারিখ ৪/৫/২০০৯ সাল।
মোকাদেস মন্ডলের কাছ থেকে আলতাবুল ইসলাম রেজিষ্ট্রি কবলা দলিল নং ১১৪৯, তারিখ ২৩/১/১৯৮১ সাল। তার থেকে আব্দুল হামিদ বিশ্বাস দলিল নং ৫২৯১ তারিখ, ২৫/৯/১৯৯৩ সাল। বাদী নজরুল আরো জানায় ভাবনহাটি ভুমি অফিসে ১০/১০/২০১৪ সালে খতিয়ান নং ৪৩৫, দাগ নং ৫৪৩ এর মধ্যে পূর্ব পাশে তুষারের বাড়ির উত্তর সংলগ্ন ২২ শতক জমির দাখিলা আমার নামে সরকারির খাজনাপাতি আমি পরিশোধ করি।
সুতারং বিবাদীরা দুর্দান্ত লাঠিয়াল বাহিনী দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনসহ এলাকাবাসীর সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha