আজকের তারিখ : অগাস্ট ২৪, ২০২৫, ৬:৩৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৫, ২০২২, ৮:৩৪ পি.এম
প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদার আসনে উপনির্বাচনে জয়ী হলেন কনিষ্ঠ পুত্র লাবু

ফরিদপুর ২ শূন্য আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরাপেক্ষ ভাবে সম্পূর্ণ করা হয়েছে। প্রয়াত রাজনীতিবীদ বর্ষীয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তাঁর শূন্য আসনে উপনির্বাচনে কনিষ্ঠ পূত্র শাহদাব আকবর চৌধুরী লাবু ৫৩ হাজার ৯শত ৩৪ ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ করা হয়। এ নির্বাচনে শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
এ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ ও কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ১২৩ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে।
ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha