"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন " এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ নভেম্বরন) সকাল সারে ৯ টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন, উপজেলা সমবায় অফিসার মোঃ নাদিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসার ফেরদৌসী বেগম,রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, দেওপুরা আদিবাসী মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি অন্ততী বালা, সদস্য রাঙ্গামাটিয়া খ্রীষ্টান আদিবাসী কোঅপরেটিভ সোসাইটি লিঃ এর লুইস টুডু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha