আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:২৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২২, ১০:৩২ এ.এম
বোয়ালমারীতে ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তিতে ভুরিভোজ

ফরিদপুরের বোয়ালমারীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজক কর্তৃক এক ভুরিভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ শতাধিক লোকের অংশগ্রহণে রবিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ভুরিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শেখর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যার সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য মো.সিদ্দীক খান, প্রকৌশলী সৈয়দ জাহিদুর রহমান, মকিবুল হাসান বাবলু, কাসেদ মন্ডল, সাবেক মেম্বার মো.আসলাম চৌধুরী, যুবলীগ নেতা ইমরুল চৌধুরী,জিল্লুর রহমান, সাবেক মেম্বার ইয়ার আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে ২৯ অক্টোবর কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাগুরা জেলার মহম্মদপুর একাদশ ও ফরিদপুর সদরের মধ্যে অনুষ্ঠিত হয়। ওই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহমেদ, রূপাপাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আসাদুল করিম, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল মোল্যা, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম। উল্লেখ্য, খেলায় মহম্মদপুর একাদশ ২-০ গোলে ফরিদপুর সদর একাদশকে পরাজিত করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha